শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7262

surplus

প্রকাশিত

১৪ জুলাই ২০২৫ ২০:৩৯

অন্যান্য

সিলেট

কিডনি ফাউন্ডেশন হাসপাতালে  ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ ২০:৩৯

ছবি: সংগৃহিত।

সিলেট কিডনি ফাউন্ডেশনে সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে হাসপাতাল পরিদর্শন করেছেন একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফ্লেস।

সোমবার (১৪ জুলাই) দুপুরে দলটি নগরীর সিলেট বাদাঘাটে অবস্থিত কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।

সিলেট কিডনি ফাউন্ডেশনের কোঅরডিনেটর জিয়া ইসলামসহ হাসপাতালের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এসময় ব্রিটিশ সেলফ্লেস চ্যারিটি প্রতিনিধি দল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়লাইসিস-এ থাকা রোগীদের সাথে কথা বলেন। তাঁরা রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে ব্রিটিশ প্রতিনিধি দল সিলেট কিডনি হাসপাতাল এর কার্যক্রম এর প্রশংসা করেন।

তারা হাসপাতালের চিকিৎসার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং ভবিষ্যতে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রতিনিধি দলে ছিলেন, জেসিকা সিদরাতুল, জাসমিনা শারাপ, গেভি বেইকা, ডা. কিট ম্যাকভাউল, রোকিয়া বেগম, হায়া মেমন, সাবরিনা সিদ্দিক,আমনা ইমরান, ভিলটি সিডিলাইট।

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এর পক্ষে উপস্থিত ছিলেন, ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. কাজী মুশরিক, নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. ফাতেমা খানম, মেডিকেল অফিসার ডা. অর্ণব, ডিরেক্টর (এডমিন) সৈয়দ সাদেক হোসেন, সিকিউরিটি ম্যানেজার উবায়েদ বিন বাসিত, মুহিবুর রহমান রাসেল প্রমুখ।