শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7310

surplus

প্রকাশিত

১৫ জুলাই ২০২৫ ২৩:৩৩

অন্যান্য

এসএসসি পরীক্ষা

পরীক্ষা দিলো ধর্মে, ফেল করলো কৃষিতে!

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ ২৩:৩৩

ছবি: সংগৃহিত।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস পড়েছেন এক অদ্ভুত বিপাকে।

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ধর্ম বিষয়ে অংশগ্রহণ করলেও ফলাফলে দেখা গেছে, তিনি ফেল করেছেন কৃষি বিষয়ে- যে বিষয়ে তিনি এ বছর কোনো পরীক্ষাই দেননি।

১০ জুলাই প্রকাশিত ফলাফলে এমন বিস্ময়কর তথ্য দেখে হতভম্ব শিশির।

তিনি জানান, 'আমি গত বছর ধর্ম বিষয়ে ফেল করেছিলাম। এ বছর আবার ওই বিষয়ের পরীক্ষায় অংশ নিই। এবার ফলাফলে দেখি ধর্মে পাশ করেছি, কিন্তু যেখানে পরীক্ষাই দেইনি সেই কৃষিতে ফেল দেখানো হয়েছে। এখন আমি কী করবো বুঝে উঠতে পারছি না।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, '২০২৪ সালের পরীক্ষায় শিশির কৃষি বিষয়ে পাশ করেছিল। তাই ২০২৫ সালে সে শুধু ধর্ম বিষয়ে পরীক্ষা দেয়। অথচ এবার ফলাফলে কৃষিতে ফেল এসেছে। এটি শিক্ষা বোর্ডের ভুল, আমাদের নয়। আমরা ইতোমধ্যে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি দ্রুত সংশোধন করা হবে।'

তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, 'ঘটনাটি আমার জানা নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে।'

শিক্ষার্থী ও পরিবার এই ভুল সংশোধনে দ্রুত পদক্ষেপ চায়, যাতে তার শিক্ষাজীবনে কোনো বিঘ্ন না ঘটে।