
ছবি: সংগৃহিত।
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষাটি স্থগিত করা হলো।'
তবে ঢাকা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা এবং দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে সহিংসতা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় জেলায় কারফিউ জারি করে প্রশাসন। এরপর থেকেই আগামী দিনের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই পরীক্ষাটি স্থগিতের ঘোষণা এলো।