শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7342

surplus

প্রকাশিত

১৬ জুলাই ২০২৫ ২১:৫৮

অন্যান্য

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ২১:৫৮

ছবি: সংগৃহিত।

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষাটি স্থগিত করা হলো।'

তবে ঢাকা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা এবং দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে সহিংসতা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় জেলায় কারফিউ জারি করে প্রশাসন। এরপর থেকেই আগামী দিনের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই পরীক্ষাটি স্থগিতের ঘোষণা এলো।