শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7346

sports

প্রকাশিত

১৬ জুলাই ২০২৫ ২২:৪৪

খেলাধুলা

টি–টোয়েন্টি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ২২:৪৪

ছবি: সংগৃহিত।

শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য অনায়াসেই পার করেছে বাংলাদেশ। মাত্র ১৬.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। তিকশানার বলে এক রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহিদ হৃদয়।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

জয়ের পেছনে বড় অবদান ছিল দুই তারকার- বল হাতে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

আর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার তানজিদ হাসান। ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ঝকঝকে ইনিংসে ছয়টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

তানজিদের এই ইনিংসও ছিল তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা।

শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে এই জয় বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল।