
ছবি: সংগৃহিত।
ব্রাজিলিয়ান সিরি আ-তে ফিরেই আলো ছড়ালেন নেইমার। পুরো ম্যাচ খেলেছেন, আর ৮৪তম মিনিটে তাঁর করা একমাত্র গোলেই ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সান্তোস।
নেইমারের গোল উদ্যাপন নিয়েও চলছে আলোচনা। গোল করার পর তিনি সোজা গিয়ে ফ্ল্যামেঙ্গোর ডাগআউটের দিকে ইঙ্গিত করেন, সেখানে দাঁড়িয়ে ছিলেন কোচ ফিলিপে লুইস। মুখে না বললেও ইশারায় যেন বুঝিয়ে দেন-‘তোমাকে তো আগেই বলেছিলাম!’
ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন নেইমার ও লুইস। ৩৯ বছর বয়সে ২০২৩ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে এসেছেন ফিলিপে লুইস। আজকের ম্যাচে সেই পুরোনো সতীর্থের গোলেই হারের স্বাদ পেল তাঁর দল ফ্ল্যামেঙ্গো।
নেইমারের গোলে সান্তোস যেমন দারুণ তিন পয়েন্ট পেয়েছে, তেমনি ফুটবলপ্রেমীরা পেয়েছেন পুরোনো নেইমারের ঝলক।