এ মাসে ‘জুলাই সনদ’ না হলে দায়ভার অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন আহমেদ
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ১৯:৩৪

ছবি: সংগৃহিত।
‘জুলাই সনদ’ না হলে তার দায়ভার বর্তমান অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের ওপরই বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত এক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, 'যারা স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতির ভোটের কথা বলছে, তাদের উদ্দেশ্য অসৎ। বর্তমান সরকারের এ বিষয়ে কোনো ম্যান্ডেট নেই। অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবেই দেখি।'
তিনি আরও বলেন, 'গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।'
সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।