গডফাদারতন্ত্র, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র আর আসবেনা: নাহিদ ইসলাম
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ ১৮:২০

ছবি- সংগ্রহ
গডফাদারতন্ত্র, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র আর আসবেনা বলে ঘোষনা দিয়েছেন গণসমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
কক্সবাজারে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে গণসমাবেশে তিনি এ ঘোষনা দেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য। তখনও গডফাদার ছিল, এখন আর নতুন করে তাদের আবির্ভাব ঘটতে দেওয়া যাবে না।’
এর আগে দুপুর সোয়া ১টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু হয়, যা পৌনে ২টার দিকে সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা প্রমুখ।
পদযাত্রায় ‘বাংলা কি তোর বাপদাদার?’, ‘জনতা জনতা’, ‘সংগ্রাম সংগ্রাম’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ নানা স্লোগান তোলা হয়।
নাহিদ ইসলাম জানান, জুলাই মাসেই ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐকমত্য গঠন জরুরি। তিনি বলেন, ‘সংবিধানে সাংবিধানিক কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন ও দুদকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে হবে।’
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের প্রতি মানবিকতা থাকলেও দীর্ঘমেয়াদি অবস্থান গ্রহণযোগ্য নয়। দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নিতে হবে যাতে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত না হয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনারে চূড়ান্ত কর্মসূচির ঘোষণা দেন নেতারা।