
ছবি: সংগৃহিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, গোয়াইনঘাট উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি ও জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত উপজেলা সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক মদরিছ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান নেবে-এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবেন।’