
ছবি: সংগৃহিত।
শেষ সিরিজে দুদলই এসেছে জয়ের আত্মবিশ্বাস নিয়ে। পাকিস্তান ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশকে, আর লিটন দাসের নেতৃত্বে শ্রীলংকায় ইতিহাস গড়েছে টাইগাররা। এবার চ্যালেঞ্জ মিরপুরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৬টায়।
প্রতিপক্ষের মাঠে একচুলও ছাড় দিতে রাজি নয় সালমান আলি আগার পাকিস্তান। তবে ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররাও। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরের মতোই স্পিনবান্ধব বলে ধারণা করা হচ্ছে। শ্রীলংকা সফরেও এমন উইকেটেই খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবে তারা।
এই ফরম্যাটে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা, যার দুটি মিরপুরেই। বাকি ১৯ ম্যাচেই জয় পাকিস্তানের।
শ্রীলংকা সফরে ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতা এনেছিলেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। ওপেনিংয়ে থাকবেন লিটন ও তামিম। তাদের সঙ্গে ব্যাটিংয়ে আক্রমণাত্মক ভুমিকায় থাকবেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে জাকের আলি, মেহেদী হাসান ও রিশাদ হোসেন থাকবেন মূল দায়িত্বে।
স্পিন আক্রমণে পরিবর্তন আসতে পারে। রিশাদের জায়গায় খেলতে পারেন নাসুম আহমেদ। পেস ইউনিটে থাকছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিব অথবা মোহাম্মদ সাইফউদ্দিনের কেউ থাকতে পারেন। তবে তেমন হলে একজন ব্যাটসম্যান কম নিয়ে নামতে হবে বাংলাদেশকে।
সিরিজ শুরুর আগে দল অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ/মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।