৯ ম্যাচ পর টসে ভাগ্য ফিরলো বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে অবসান 'অভিশপ্ত' ধারার
প্রকাশ: ২০ জুলাই ২০২৫ ১৮:৫৬

টানা ৯ ম্যাচ টসে হেরে দল ও সমর্থকদের হতাশায় ফেলে রাখা বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে ঘুরে দাঁড়িয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক লিটন দাস অবসান ঘটালেন সেই টস হারের হতাশাজনক রেকর্ডের। টসের এই জয় শুধু সংখ্যার হিসেবে নয়, মানসিকভাবে দলকে চাঙ্গা করার ক্ষেত্রে একটি বড় স্বস্তি হয়ে এসেছে।
বাংলাদেশের এই টস হারের যাত্রা শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে। এরপর লিটন দাসের নেতৃত্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী দুটি সিরিজেও একটিও টস জেতা সম্ভব হয়নি। তিনটি সিরিজের ৯ ম্যাচে টসে হারলেও সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার সাথে সিরিজ জয় করেছে টিম টাইগার, হেরেছে পাকিস্তানের কাছে।
এই ৯টি ম্যাচে একটি টসও না জিতে বাংলাদেশ পড়ে যায় এক ধরণের 'অভিশপ্ত' পরিসংখ্যানে, যা কেবল দুর্ভাগ্য নয়, বরং কৌশলগতভাবেও প্রতিপক্ষের সুবিধা তৈরি করেছিল। শেষমেশ আজ ঘরের মাঠে, পাকিস্তানের বিপক্ষে লিটন দাস টসে জয় পান। এটি ছিল তার অধিনায়কত্বের অধীনে প্রথম টস জয়, টানা ৯ টি২০ ম্যাচের পরে।
ক্রিকেটে টস জেতা মানে কেবল প্রথম সিদ্ধান্ত নেওয়ার সুযোগই নয় বরং ম্যাচের রূপরেখা ঠিক করার প্রথম পদক্ষেপ। বিশেষ করে উপমহাদেশীয় পিচ ও আবহাওয়ায় টস অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
টস জয় মানেই যে ম্যাচ জেতা যাবে, তা নয়, কিন্তু এই জয় বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর মতো একটি বার্তা। মাঠেও তাই ঘটছে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ৮০ রানের নিচে প্রথম ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান।
সবশেষ ৯ ওভারে স্কোর ৫ উইকেট হারিয়ে ৫৪ রান।