
ছবি: সংগৃহিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ জুলাই নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক জসীম উদ্দিন।
রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত তফশিল সংক্রান্ত চূড়ান্ত সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, হল প্রাধ্যক্ষ, ডিন ও প্রশাসনের কর্মকর্তারা।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'এটাই আমাদের অফিশিয়াল তারিখ। তফশিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্ধারিত সময়েই নির্বাচন করতে বদ্ধপরিকর।'
তিনি আরও জানান, নির্বাচন হবে কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ছয়টি কেন্দ্রে। যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।