
ছবি: সংগৃহিত।
পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ। উইকেট ও বল ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয় । ৯ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয় পেলো বাংলাদেশ।
মিরপুরের হোম অব ক্রিকেটে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ের পর ধীরস্থির কিন্তু আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ১১০ রানের সহজ লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারে চারে মেরে জয়ের বন্দরে পৌঁছে দেন জাকের আলী।
এর আগে বাংলাদেশের বোলাররা যেন আজ শপথ করেই নেমেছিলেন, পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে হবে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তকে স্বর্গীয় বানিয়ে দিলেন তাসকিন, মোস্তাফিজ, তানজিম আর মেহেদী।
বোলিংয়ে মোস্তাফিজ: ৪-০-৬-২ (টাইটল মাপের স্পেল!), তাসকিন: ৩/২২ পাকিস্তান অলআউট: ১১০ (১৯.৪ ওভারে)।
তারপর ব্যাট হাতে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় টাইগাররা।
জয়ের লক্ষ্যে ১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৩৯ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার ইমন। তাঁর ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ জয় পায় ২৮ বল হাতে রেখে।
এদিন প্রথমে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান এবং ২২ রান করেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩টি উইকেট এবং মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রানে ২টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টি-টোয়েন্টিতে এটি মোস্তাফিজের বেস্ট ইকোনমি রেটের একটি ম্যাচ হিসেবেও রেকর্ড গড়েছে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে মাত্র ১ রানে তানজিদ হাসান তামিম এবং ২.২ ওভারে লিটন কুমার দাস আউট হলে বাংলাদেশ পড়ে যায় চাপে, ৭ রানে ২ উইকেট হারায় দল।
এরপর পরিস্থিতি সামাল দেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। এই জুটি ৬২ বলে ৭৩ রান যোগ করে দলের ভিত গড়ে দেন। হৃদয় করেন ৩৭ বলে ৩৬ রান (২ চার, ২ ছক্কা)।
তাওহিদ হৃদয় আউট হওয়ার পর ইমনের সঙ্গী হন জাকের আলি অনিক। দুজনে মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালের পর প্রথমবার জয় পেল।
সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।
সিরিজে এখন বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।