শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7508

surplus

প্রকাশিত

২০ জুলাই ২০২৫ ২২:৫৪

অন্যান্য

শিক্ষা খাত

শ্বেতপত্র বাস্তবায়নে দ্রুত অগ্রগতির আশ্বাস শিক্ষা উপদেষ্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ ২২:৫৪

ছবি: সংগৃহিত।

শিক্ষা খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শ্বেতপত্রে উত্থাপিত প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

তিনি বলেছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে যেসব সমস্যা ও সম্ভাবনার দিক চিহ্নিত করা হয়েছে, তা যথাসম্ভব বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার।

রোববার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, 'শ্বেতপত্রের মাধ্যমে প্রাপ্ত প্রস্তাবগুলো থেকে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিক কিছু বিষয় নির্ধারণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমাদের সচিবরা যথেষ্ট সচেতনভাবে মাঠপর্যায়ে এসব নিয়ে কাজ করছেন।'

ড. সি আর আবরার আরও বলেন, 'শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেসব সমস্যা চিহ্নিত করেছে, তা তারা বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমেই করেছে। ফলে সেগুলো গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত। পাশাপাশি, শিক্ষাব্যবস্থায় প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যেগুলো সচিব ও উপদেষ্টাদের সমন্বয়ে দ্রুত সমাধান করতে হবে।'

তিনি দেশের সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শ্বেতপত্রে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য: মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শ্রমবাজার উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রবাসীদের উপযোগী কর্মসংস্থানমুখী শিক্ষা প্রসার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য, কমিটির অন্যান্য সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।

সভা শেষে সংশ্লিষ্টরা জানান, শিক্ষাব্যবস্থার কাঠামোগত সংস্কার ও উন্নয়নে এই শ্বেতপত্র বাস্তবায়ন হবে একটি বড় অগ্রগতি।