শিরোপার লড়াই বাংলাদেশ-নেপাল
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: আজ অঘোষিত ফাইনাল
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ ১২:১৮

ছবি: সংগৃহিত।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে এই শিরোপা নির্ধারণী ম্যাচ। খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
চার দলের অংশগ্রহণে ডাবল লিগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে আজকের ম্যাচেই নির্ধারিত হবে কার ঘরে উঠছে সোনালি ট্রফি। পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে ১৫ পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে, একটি মাত্র ম্যাচে হারলেও বাকি চারটি জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেপাল। আজ বাংলাদেশ ড্র করলেও চ্যাম্পিয়ন হবে। তবে জিততে পারলে গোল পার্থক্যে এগিয়ে থেকে শিরোপা যাবে হিমালয়ের দেশে।
টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের মাটিতে টাইটেল ধরে রাখার প্রত্যয়ে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক আফঈদা খন্দকার। এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে দলটি। তবে একমাত্র কঠিন ম্যাচটাই ছিল নেপালের বিপক্ষে, যেখানে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
অন্যদিকে, নেপাল হার মেনেছে কেবল বাংলাদেশের বিপক্ষেই। ভুটান ও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে গোল পার্থক্যে (+২৬) অনেক এগিয়ে তারা। বাংলাদেশের গোল পার্থক্য +২০। তাই আজ জয় পেলেই ট্রফি যাবে নেপালে।
বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন নেপালের ফরোয়ার্ড পূর্ণিমা রাই ও মিনা দেউবা। পূর্ণিমা ইতিমধ্যে করেছেন দুটি হ্যাটট্রিকসহ ১০ গোল-টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা।
সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ এক ফাইনাল ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শিরোপা ঘরে রাখবে স্বাগতিকরা, নাকি ট্রফি ছিনিয়ে নিয়ে যাবে হিমালয়কন্যারা=তার উত্তর মিলবে আজ রাতে।