শিরোনাম
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি এক মাসেই ১.৯৩ বিলিয়ন ডলার: অর্থনীতির বুকে প্রবাসীর স্বাক্ষর হবিগঞ্জে সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার কারাদন্ড ছদ্মবেশে পুলিশের সফল অভিযান: ধর্ষক আটক নগরীর জল্লারপাড়ে তুচ্ছ ঘটনায় লঙ্কাকাণ্ড পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদসহ পাঁচজন আটক, সংগঠন থেকে বহিষ্কার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরকে ১ নম্বর সংকেত লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা

https://www.emjanews.com/

7740

entertainment

প্রকাশিত

২৭ জুলাই ২০২৫ ২০:১৭

বিনোদন

ভক্তদের সুখবর জানালেন শাবনুর, লিখলেন আলহামদুলিল্লাহ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ২০:১৭

ছবি: সংগৃহিত।

এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে এলেও দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এই ঢালিউড তারকা।

তবে সম্প্রতি এক প্রতারক চক্রের অপকর্মের কারণে আলোচনায় এসেছেন তিনি।

শুক্রবার (২৬ জুলাই) সকালে শাবনূরের নামে ভেরিফায়েড একটি ফেসবুক পেজ ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। পেজটি ভুয়া- এমন তথ্য অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

লাইভে এসে শাবনূর বলেন, 'আমার একটাই ফেসবুক আইডি। বাকিগুলো ভুয়া। আমি মন থেকে সবাইকে ভালোবাসি। আমার মধ্যে কোনো কুটিলতা নেই। সেই জায়গা থেকে আমি পেজ ভেরিফায়েড করিনি। আমি জানি না কে বা কারা এটা করছে। কেন তারা আমার পেছনে লেগেছে সেটাও বুঝতে পারছি না।'

নকল শাবনূর সেজে চালানো ভুয়া পেজটির ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারেরও বেশি।

শাবনূর জানান, তার আইডি বা পেজ থেকে যেসব পোস্ট করা হয়, ঠিক পর মুহূর্তেই কৌশলে সেসবই ওই পেজে কপি করা হয়। এমনকি ভুয়া পেজটি থেকে শাবনূরের মূল আইডি ও পেজ ব্লক করে রাখা হয়েছে, যাতে তার কার্যক্রম নজরে না আসে। ফলে অনেকেই পেজটিকে তার আসল অ্যাকাউন্ট ভেবে বিভ্রান্ত হচ্ছেন।

এ পরিস্থিতিতে শাবনূরের আশঙ্কা- 'এই পেজ থেকে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তার দায় আমার ওপর বর্তাতে পারে। অথচ আমি কিছুই জানি না, কিছুই করিনি।'

তিনি জানান, এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

তবে এই উদ্বেগের মধ্যেই ভক্তদের জন্য সুখবর দিয়েছেন শাবনূর।

শনিবার (২৭ জুলাই) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, 'আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা ভেরিফায়েড করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।'

এর আগে গণমাধ্যমে শাবনূর জানিয়েছিলেন, দীর্ঘদিন ফেসবুক ব্যবহার না করায় তার নামে বহু ভুয়া আইডি ও পেজ তৈরি হয়। যদিও তখন তিনি বিষয়টি গুরুত্ব দেননি। তবে পরে নিজের ব্যবহৃত আইডি প্রকাশের পর অনেকেই অনুরোধ করেন যেন ভেরিফায়েড করে নেওয়া হয়।

তিনি বলেন, 'ভেরিফায়েড আইডি থাকলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর আর কে নকল। এতে প্রতারকরাও আর সুবিধা করতে পারবে না।'

ভক্তদের উদ্দেশে ভালোবাসা জানিয়ে শাবনূর বলেন, 'আপনারা পাশে আছেন বলেই আমি সাহস পাই। দোয়া করবেন, যাতে এসব অপপ্রচার ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারি।'