
ছবি: সংগৃহিত।
এক সময়ের তুমুল জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে এলেও অভিনয়জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি।
সম্প্রতি শুক্রবার সকালে ফেসবুকে শাবনূরের নামে একটি ভেরিফায়েড পেজ দেখা যায়। এরপরই বিষয়টি ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। কারণ, পেজটি পরিচালনা করছেন না শাবনূর নিজে।
বিষয়টি নিশ্চিত করে শাবনূর জানিয়েছেন, এটি প্রতারক চক্রের কাজ।
শাবনূর বলেন, 'আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না। তখন অনেকে আমার নামে ভুয়া আইডি খুলেছিল। পরে আমি নিজে ফেসবুক ব্যবহার শুরু করলে মানুষ জানতে পারে আসল শাবনূর কে। তখন অনেকেই বলেছিলেন আমার আইডি বা পেজ ভেরিফায়েড করতে, যেন বিভ্রান্তি না থাকে। কিন্তু আমি গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে, সেটা করলেই ভালো হতো।'
তিনি আরও বলেন, 'প্রতারক চক্রটি আমার নাম ব্যবহার করে অপরাধে জড়াতে পারে বা ইতোমধ্যেই জড়িয়েছে। তারা হয়তো আমার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে এই ভেরিফিকেশন করিয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।'
শাবনূর জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন, এরপর বিষয়টি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগকে জানাবেন।
অভিনেত্রী আরও বলেন, 'আমি নিশ্চিত হয়েছি, এই পেজ বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, যেন তারা এই প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন।'