
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি: সংগৃহীত)।
যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
রোববার (১০ আগস্ট) বিকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র ও সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ এ তথ্য জানান।
নতুন নির্দেশনা অনুযায়ী বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে সর্বোচ্চ দুজন ব্যক্তি যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরের জন্য প্রযোজ্য নয়।
নির্দেশনায় আরও বলা হয়, আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করতে হবে; সব যাত্রীবাহী গাড়ি আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ ২ মিনিটের বেশি অবস্থান করতে পারবে না।
এছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, এবংঅবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য, এর আগে ২৭ জুলাই একই ধরনের নির্দেশনায় যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গীর প্রবেশ সীমিত করার ঘোষণা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।