শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8320

tourism

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ২১:৩৪

আপডেট

১০ আগস্ট ২০২৫ ২১:৩৫

পর্যটন

হযরত শাহজালাল বিমানবন্দরে নতুন নির্দেশনা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ২১:৩৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি: সংগৃহীত)।

যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার (১০ আগস্ট) বিকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র ও সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ এ তথ্য জানান।

নতুন নির্দেশনা অনুযায়ী বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে সর্বোচ্চ দুজন ব্যক্তি যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরের জন্য প্রযোজ্য নয়।

নির্দেশনায় আরও বলা হয়, আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করতে হবে; সব যাত্রীবাহী গাড়ি আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ ২ মিনিটের বেশি অবস্থান করতে পারবে না।

এছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, এবংঅবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, এর আগে ২৭ জুলাই একই ধরনের নির্দেশনায় যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গীর প্রবেশ সীমিত করার ঘোষণা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।