https://www.emjanews.com/

8479

national

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৫ ১১:১৯

আপডেট

১৫ আগস্ট ২০২৫ ১৬:৪৩

জাতীয়

ডেমরা

জামায়াত নেতার মিলসহ ৭ প্রতিষ্ঠান থেকে ভোলাগঞ্জের চুরি হওয়া পাথর জব্দ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ ১১:১৯

ছবি: সংগৃহীত।

রাজধানীর ডেমরায় জামায়াতে ইসলামের নেতা মো. রহমতের মালিকানাধীন তাহমিত স্টোনক্সাসার মিলসহ ৭টি পাথর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সিলেটের ভোলাগঞ্জের চুরি হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে র‌্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় এসব পাথর উদ্ধার করা হয়।

জব্দকৃত পাথরের মধ্যে রয়েছে আস্ত ও ক্রাশড-সবই সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকার। র‌্যাব জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৪০ থেকে ৪৯০ কোটি টাকা। এসব পাথর স্থানীয় বাজার ও ঘাটে মজুদ করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ ইতোমধ্যে মেশিনে ক্রাশ করা হয়েছে। অভিযানে জব্দ করা ৭ প্রতিষ্ঠানের মালিকদের তালিকা তৈরি করা হয়েছে এবং অগ্রগতি শিগগিরই জানানো হবে।

সাদা পাথর লুটপাট বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান চলমান রয়েছে।