https://www.emjanews.com/

8501

international

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৫ ২০:২৮

আন্তর্জাতিক

আলাস্কার পথে ট্রাম্প

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ ২০:২৮

ছবি: সংগৃহিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে চড়ে আলাস্কার অ্যাঙ্কোরেজের পথে রয়েছেন, যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নেবেন।

পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক ভূমি বিনিময় হবে কি না, তা ইউক্রেনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তার লক্ষ্য হলো দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো।

ট্রাম্প বলেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসন সম্ভবত পুতিনের আলোচনার অবস্থান শক্তিশালী করার জন্য চালানো হচ্ছে। যদিও এটি তাকে ক্ষতিগ্রস্ত করছে, তার মনে হচ্ছে, যদি তারা হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারে তবে এটি ভালো চুক্তি করতে সাহায্য করবে।'

তিনি আশা প্রকাশ করেন যে বৈঠক ফলপ্রসূ হবে, কারণ পরিস্থিতির গুরুত্ব এবং রুশ অর্থনীতির দুর্বলতা উভয়ই এ ক্ষেত্রে ভূমিকা রাখবে।

যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প আরও জানান, 'পুতিন বুদ্ধিমান ব্যক্তি, অনেক দিন ধরে করছে, তবে আমিও অনেক দিন ধরে করছি। আমরা একে অপরকে সম্মান করি, এবং আমি মনে করি, এর কিছু না কিছু ফল আসবেই।'

এছাড়া তিনি উল্লেখ করেন, পুতিন রাশিয়া থেকে ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে আসছেন, যা তিনি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।

তবে ট্রাম্প স্পষ্ট করেন, যুদ্ধ মিটমাট না হওয়া পর্যন্ত কোনো চুক্তি সম্ভব নয়।