https://www.emjanews.com/

8503

international

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৫ ২০:৪৪

আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কার চাইলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ ২০:৪৪

ছবি: সংগৃহিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোনালাপে নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন।

গত মাসে শুল্ক নিয়ে আলোচনার সময় এ দাবি করেন তিনি। নরওয়েজিয়ান দৈনিক ডাগেনস নায়েরিংস্লিভ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পত্রিকাটির ১৪ আগস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশের মধ্যে শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কারণে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ইতোমধ্যে চারজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই পুরস্কার পেয়েছেন; ট্রাম্পের মতে, তিনিও সেই সম্মানের যোগ্য।

এর আগে স্টলটেনবার্গের সঙ্গে নোবেল নিয়ে আলোচনা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র জানায়, ওসলোতে হাঁটার সময় হঠাৎ ট্রাম্পের ফোন পান স্টলটেনবার্গ। কথোপকথনে তিনি নোবেল দাবি করার পাশাপাশি শুল্ক বিষয়েও আলোচনা করেন।

রয়টার্সকে স্টলটেনবার্গ জানান, গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র নরওয়ে থেকে আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ইউরোপীয় ইউনিয়নের সমান। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

ওই ফোনালাপে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্টলটেনবার্গ আরও জানান, আলোচনার মূল বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা, যা ট্রাম্পের নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ফোনালাপের প্রস্তুতির অংশ ছিল। তবে বিস্তারিত প্রকাশ করতে তিনি রাজি হননি।

এ বিষয়ে হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটি কোনো মন্তব্য করেনি। প্রতি বছর শতাধিক মনোনয়ন থেকে নরওয়ের পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের নোবেল কমিটি শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করে। বিজয়ীর নাম প্রতি বছরের অক্টোবরে অসলোতে ঘোষণা করা হয়।