ঢাবিতে ছাত্ররাজনীতি ফিরলেই গেস্টরুম নির্যাতনও ফিরবে: অভিযোগ শিক্ষার্থীদের
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ১৩:০৬

ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এ কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছর ধরে ছিল এক নিয়মিত চিত্র। ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা নানা সময়ে এমন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তেমনই এক অভিজ্ঞতার বর্ণনা দেন সূর্যসেন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তার অভিযোগ, ২০২৪ সালের শুরুতে ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত না হওয়ায় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
আরিফুর বলেন, ‘একজন বড় ভাই আমাকে আলাদা রুমে নিয়ে যায়। প্রথমে আমার হাত মুচড়ে ধরে রাখে। এরপর ক্রমাগত কান আর গালে থাপ্পর দিতে থাকে। এত জোরে মারছিল যে কান থেকে রক্ত বের হয়ে আসে।’
তিনি আরও জানান, প্রতিদিন গেস্টরুমে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। ‘হলে থাকার জন্য এটা নিয়ম করা হয়েছিল। এমনকি ফাইনাল পরীক্ষার সময়ও উপস্থিত থাকতে হতো। ভাইদের অনুমতি না নিয়ে পড়তে গেলে খোঁজাখুঁজি শুরু হয়ে যেত।’
তবে আরিফুরের ভাষ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গেস্টরুমের সেই সংস্কৃতি আর নেই। কিন্তু তিনি আশঙ্কা করছেন, হলে ছাত্ররাজনীতি ফিরে এলে আবারও ‘গণরুম-গেস্টরুম কালচার’ ফিরে আসবে।
তিনি বলেন, ‘এখন আমরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারছি। প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা রাজনীতিতে নষ্ট হচ্ছে না। হলে রাজনীতি ফিরলে এর প্রভাব পড়বেই। ছাত্রদল, শিবির কিংবা বাম সংগঠন যে-ই কমিটি দিক, গেস্টরুম-গণরুম আবার শুরু হবে।’
আরিফুরের মতো অনেক সাধারণ শিক্ষার্থীও হলে ছাত্ররাজনীতির বিরোধিতা করছেন। এক সপ্তাহ আগে ছাত্রদল হলে কমিটি ঘোষণা করলে এর প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ দেখায়। ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিকভাবে হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।