পূর্ব লন্ডন
রায়হান হত্যার বিচার ও এসআই আকবরের গ্রে*ফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ২১:২৮

ছবি: সংগৃহিত।
পুলিশ অফিসার এসআই আকবরকে জামিন প্রদানের প্রতিবাদে এবং অবিলম্বে তাকে গ্রেফতার ও রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে পূর্ব লন্ডনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ভয়েস ফর জাস্টিস ইউকে ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের যৌথ উদ্যোগে ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আলহাজ্ব রফিক উল্লাহ। সঞ্চালনা করেন ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরী।
এ সময় বক্তব্য দেন বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী ও শাহ আলম, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোশতাক বাবুল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী ও খালেদ মাসুদ রনি, কমিউনিটি নেতা আব্দুর রব, তাজভির চৌধুরী শিমুল, আলহাজ্ব মোহাম্মদ খালিছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছর খান, নভেল ইসলাম, ছামির আলি এবং নিহত রায়হান উদ্দিনের বোন রুবা খানম ও ভগ্নিপতি মফজ্জিল আলী।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, 'রায়হান হত্যার বিচারাধীন মামলায় খুনের দায়ে অভিযুক্ত আসামিকে জামিন দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।'
বক্তারা আরও বলেন, 'এসআই আকবর ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার না করা হলে প্রবাসসহ দেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।'
মানববন্ধন শেষে নিহত রায়হান উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।