https://www.emjanews.com/

8588

surplus

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ২১:৩৫

আপডেট

১৭ আগস্ট ২০২৫ ২১:৩৭

অন্যান্য

সিলেট

আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ২১:৩৫

ছবি: সংগৃহিত।

সিলেট মহানগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে এ পুলিশ বক্স উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, 'বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা দায়িত্ব পালন করেন, তাদের কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে আজ আম্বরখানায় এই ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হলো।'

তিনি আরও বলেন, 'ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যেও নিরলসভাবে দায়িত্ব পালন করে। কিন্তু তাদের ওয়াশরুম ও বিশ্রামের জন্য আলাদা কোনো সুবিধা না থাকায় দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হয়েছে। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যায়ক্রমে পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ডিউটিরত সদস্যরা অন্তত রিফ্রেশমেন্টের সুযোগ পাবেন।'

এসময় তিনি সাংবাদিক, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।