https://www.emjanews.com/

8589

surplus

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৫ ২১:৪৬

অন্যান্য

সিলেট প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ দিপুর সাথে সুহৃদ আড্ডা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ২১:৪৬

ছবি: সংগৃহিত।

বিদেশে গেলেও দেশের মাটি ও মানুষের টান ভুলে থাকা যায় না। প্রবাসে থেকেও আমরা মাতৃভূমির কথা ভাবি, দেশে ফেরার তাগিদ অনুভব করি- এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত সুহৃদ আড্ডায় তিনি বলেন, 'জুলাই-আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশ উত্তাল থাকাকালে প্রবাসীরা গভীর দুঃশ্চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছেন। সেখানে থেকেও আমরা প্রতিবাদে সোচ্চার ছিলাম, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে ছাত্র-জনতার বিজয়ের জন্য দোয়া হয়েছে। প্রেসক্লাব ও দেশের সাংবাদিকতার কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।'

আলোচনায় সাংবাদিকরা বলেন, 'এমদাদ দিপু সিলেট প্রেসক্লাবের দুঃসময়ের অগ্রসৈনিক ছিলেন। তিনি সাহসী ও প্রতিবাদী সাংবাদিক হিসেবে দেশে-বিদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তারা তার জন্য গর্ব প্রকাশ করেন এবং আগামী দিনে সাফল্য কামনা করেন।'

সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান খালেদ আহমদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, আব্দুল মালিক জাকা, মুহাম্মদ আমজাদ হোসাইন, আবদুল কাদের তাপাদার, কবীর আহমদ সোহেল, আব্দুর রাজ্জাক, মো. ফয়ছল আলম, কবির আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফারুক আহমদ, আহবাব মোস্তফা খান, শুয়াইবুল ইসলাম, খালেদ আহমদ, সাকিব আহমদ মিঠু, শেখ আব্দুল মজিদ, মানাউবী সিংহ শুভসহ প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।