রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে তাকে আটক করা হয়।
শচীন মৌলিক ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ঘটনার সময় তিনি ডিএমপির তেজগাঁও জোনে এডিসি হিসেবে দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।
নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। রিকশায় শুয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে নাফিজের মাথায় বাংলাদেশ পতাকা বাঁধা ছিল। হত্যাকাণ্ডের ছবি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।
