ছবি: সংগৃহীত।
রাজধানীর সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ। পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে পাচ্ছেন না। এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার ‘আজকের পত্রিকা’ তে কাজ করেন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখেন। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে অফিস যাওয়ার জন্য বের হন, তবে এরপর আর বাসায় ফেরেননি। মোবাইল ফোনও তিনি সঙ্গে নেননি।
বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার জানান, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে রওনা হন। কিন্তু অফিসেও উপস্থিত হননি। আমরা পরিচিত সকল স্থানে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি।’
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘আমরা তার খোঁজখবর নিচ্ছি। ফোনটি বাসায় থাকার কারণে খুঁজে পাওয়া কিছুটা কঠিন হচ্ছে।’
বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের বাবা বা দাদা বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ। হাসপাতাল বা পার্কেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা ভীষণ উদ্বেগের মধ্যে আছি।’
‘আজকের পত্রিকা’ জানিয়েছে, তিনি ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।
