https://www.emjanews.com/

8827

sports

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৫ ১৪:২২

আপডেট

২৪ আগস্ট ২০২৫ ১৫:১৪

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল আফগানিস্তান

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ ১৪:২২

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষে সেখানেই বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে আফগানিস্তান। আজ (রোববার) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে আমিরাতকেই ব্যবহার করছে আফগানরা।

সূচি অনুযায়ী, ২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের পর পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ শেষে এই সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসীব খান। তিনি বলেন, ‘বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের সহযোগিতার দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা দেওয়ার যৌথ প্রতিশ্রুতি তুলে ধরে। সমর্থকেরা উপভোগ করবেন রোমাঞ্চকর ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ধারাবাহিক সহযোগিতার মানসিকতা আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।’

এর আগে ১৬ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ইতোমধ্যে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে দুই বোর্ডই।