ছবি: সংগৃহীত।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও সমর্থকের হেনস্তার চেষ্টা করেন। ঘটনা ঘটে রোববার সন্ধ্যায়, জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সময়।
উক্ত অনুষ্ঠানে কনস্যুলেট ভবনের সামনে কর্মীরা আওয়ামী লীগের পতাকা হাতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় কাচের দরজা ভাঙার ঘটনাও ঘটে।
প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা অনুষ্ঠানে বলেন, ‘একটি দেশের রাজতন্ত্র পতনের জন্য ছাত্র জননেতারা রক্ত দিয়েছেন। তাই রাজনৈতিক মতবিরোধ থাকা স্বাভাবিক।’
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর বক্তব্যে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। দেশের স্বার্থ সব সময় রাজনৈতিক চেতনার ওপরে থাকতে হবে।’ তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্পষ্ট করেন, ‘আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে নই এবং আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড বন্ধ করতে চাই না। সবসময় বিকল্প ভালো দিকের কথা বলেছি।’
অনুষ্ঠান চলাকালে কনস্যুলেট পুলিশ হস্তক্ষেপ করলে মাহফুজ আলম স্থানীয় সময় রাত ১২টার দিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর পাহারায় নিরাপদভাবে কনস্যুলেট থেকে বের হন।
মাহফুজ আলম এই রাষ্ট্রীয় সফরে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন।
