রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় আট সেনাসদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক ও সেনাবাহিনীর পিকআপ ভ্যান দুটোই সড়কের পাশে খাদে পড়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান ক্যাম্পে ফিরছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে এসে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আট সেনাসদস্য ও ট্রাকের চালকের সহকারী আহত হন। তাঁদের মধ্যে দুই সেনাসদস্যের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত সবাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো এখনো খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
