https://www.emjanews.com/

8920

national

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৫ ১২:০৯

আপডেট

২৭ আগস্ট ২০২৫ ১৫:৪১

জাতীয়

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ ১২:০৯

ছবি: সংগৃহীত।

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশলের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের প্রধান সড়ক। এতে তীব্র যানজট ও ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো হলো-  ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা, দশম গ্রেডের চাকরিতে প্রবেশে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

এর আগে গতকাল মঙ্গলবারও একই দাবিতে পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। আজও তাঁরা একই কর্মসূচি নিয়ে শাহবাগে অবস্থান নেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, ‘তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবে আমরা শাহবাগ অবরোধ করেছি। প্রয়োজনে এখান থেকে অন্যত্রও যেতে পারি।’

শাহবাগ বন্ধ থাকায় মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আসা বাসগুলোকে ফিরে যেতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আসা যানবাহন শাহবাগ মোড় পেরোতে পারছে না। কাঁটাবন মোড় হয়ে শাহবাগমুখী গাড়িগুলোও সড়কে আটকে পড়েছে। ফলে রাজধানীর এই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।