https://www.emjanews.com/

8925

national

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৫ ১৩:২৬

আপডেট

২৭ আগস্ট ২০২৫ ১৮:৪৩

জাতীয়

জুলাই সনদ চূড়ান্তে ৩য পর্বের আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ ১৩:২৬

ছবি: সংগৃহীত।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা এখনও সম্ভব হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।

কমিশন সূত্রে জানা গেছে, ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি খসড়া সনদে দলের মতামত পর্যালোচনা চলছে। বিশেষ করে সনদের অঙ্গীকারনামা, আইনি ভিত্তি দেওয়া ও সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে ভিন্নমত রয়েছে।

বিএনপি মনে করছে আইনবিধি-সংক্রান্ত সংস্কার অধ্যাদেশের মাধ্যমে এবং সংবিধান সংশোধন জাতীয় সংসদে বাস্তবায়ন হবে। জামায়াতে ইসলামী গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশন চাইছে, আর এনসিপি গণপরিষদ গঠন ও জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে বাস্তবায়নের পক্ষে।

অধ্যাপক আলী রীয়াজ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন বলেন, দলগুলোর মতামত পর্যালোচনা ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় রেখে তৃতীয় পর্বের আলোচনায় সনদ চূড়ান্ত করার লক্ষ্য ১৫ সেপ্টেম্বর।