ছবি: সংগৃহীত।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রনি তার ইউটিউব চ্যানেলে বলেন, রুমিন ফারহানা দলকে একাই উজ্জীবিত করেছেন এবং সংসদে তাঁর উপস্থিতি বিএনপির শক্তি প্রমাণ করেছে।
তিনি বলেন, ‘নারী যখন ব্রেইনি হয় তার মানে বিউটি উইথ ব্রেইন। তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে। আমাদের দেশে কী হয়? তুলুতুলু পুতুপুতু এ ধরনের মেয়েদের পছন্দ করে।’
তিনি আরও বলেন, বিএনপির ১০০ জন নেতা যা করতে পারেননি, রুমিন ফারহানার একটি বক্তব্য তা পৌঁছে দিয়েছে। তবে রনি অভিযোগ করেন, রুমিনকে কেন্দ্র করে দলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে, যা দলের জন্য ক্ষতিকর হতে পারে।
রনি উল্লেখ করেন, বিভিন্ন জেলায় বিএনপি বিপদের দিনে বিশ্বস্ত নেতাদের কুরবানি দিচ্ছে এবং নীরবতা অবলম্বন করছে, যা দলকে শেষ করে দিতে পারে।
প্রসঙ্গত, রুমিন ফারহানার এনসিপির সঙ্গে বিবাদ চলছে। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিনও এনসিপি নেতা হাসনাতকে কড়া ভাষায় প্রতিহত করেন।
