https://www.emjanews.com/

8958

national

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৫ ১২:৩৩

আপডেট

২৮ আগস্ট ২০২৫ ১২:৫০

জাতীয়

আন্দোলনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ ১২:৩৩

ছবি: সংগৃহিত।

তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর অংশ হিসেবে  বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্পূর্ণ ফাঁকা দেখা গেছে। যদিও এদিন বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস হয়নি, তবে শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা বয়কট করেছেন।

বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে। সরেজমিনে সকাল ১০টার দিকে বুয়েট ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, কোনো শিক্ষার্থী উপস্থিত নেই। তবে কয়েকটি বিভাগে কর্মকর্তা–কর্মচারীরা এসেছেন বলে জানান নিরাপত্তাকর্মীরা।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার থেকে তাঁদের আন্দোলন চলছে। শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে গতকাল দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। রাতে সংবাদ ব্রিফিংয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, আজ বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

চলমান আন্দোলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলেছেন- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং যোগ্যতা শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং নির্ধারণ। দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দেওয়া। কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে পারেন।

এদিকে, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার।