https://www.emjanews.com/

8997

national

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৫ ১২:৪২

আপডেট

২৯ আগস্ট ২০২৫ ১২:৪৬

জাতীয়

মঞ্চ ৭১ এর অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে প্রেরন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ ১২:৪২

ছবি: সংগৃহীত।

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
 শুক্রবার (২৯ আগস্ট) সকালে তাঁদের সিএমএম আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে, আটক হওয়ার ১২ ঘণ্টারও বেশি সময় পর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম মামলাটি করেন।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন-আব্দুল্লাহ আল আমিন, কাজী এটিএম আনিসুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ মহিবুল ইসলাম, মো. জাকির হোসেন, তৌসিফুল বারী খান, আমির হোসেন ওরফে সুমন, নাজমুল আহসান, মো. আল-আমিন, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মো. আলী ও আব্দুল্লাহিল কাইয়ুম।

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম  বলেন, ‘লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে আবদুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমানসহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি উপস্থিত ছিলেন না। সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়।