https://www.emjanews.com/

9002

national

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৫ ১৫:৫৫

আপডেট

২৯ আগস্ট ২০২৫ ১৬:০৮

জাতীয়

বুয়েট শিক্ষার্থীর দাবি: ডিসি মাসুদ আলমই মুখ চেপে মাটিতে ফেলে দেন

পুলিশের হাতে মুখ চেপে ধরা শিক্ষার্থী বুয়েটের রাফিদ, বললেন-‘এটা কোনোভাবেই এআই ছবি নয়’

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ ১৫:৫৫

ছবি: সংগৃহীত।

রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা অবস্থায় পুলিশের এক কর্মকর্তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী রাফিদ জামান খান। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন তিনি।

রাফিদ জানান, বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন, ওই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, ‘মাটিতে ফেলার পর আমাকে খুবই অপ্রফেশনালভাবে আচরণ করা হয়েছে। বুট দিয়ে লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে, এমনকি হেলমেট দিয়ে মাথায় আঘাতও করা হয়েছে।’

ঘটনার দিন শিক্ষার্থীরা সড়কে বসে শান্তিপূর্ণ অবস্থান নেন, যাতে পুলিশ আক্রমণাত্মক মনে না করে। কিন্তু পরে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে। এতে অনেকে ছত্রভঙ্গ হয়ে পড়লেও রাফিদ আটকা পড়েন এবং একটানা মারধরের শিকার হন বলে জানান তিনি।

এদিকে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ও ডিসমিসল্যাব তাদের প্রতিবেদনে স্পষ্ট করেছে, ছবিটি এআই-সৃষ্ট নয়, বরং আসল ছবি। রাফিদ নিজেও বলেন, ‘এটা কোনোভাবেই এআই জেনারেটেড নয়। ছবিতে থাকা শিক্ষার্থী আমি নিজেই।’

পুলিশি হামলার ঘটনার পর রাতে শাহবাগ মোড়ে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ঘটনাটি তদন্তে কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।