https://www.emjanews.com/

9024

national

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১০:৪১

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ১২:৪৭

জাতীয়

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে নূর, মেডিকেল বোর্ড গঠন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১০:৪১

ছবি: সংগৃহিত।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও তাঁর জ্ঞান ফিরেছে। তবে চিকিৎসকরা তাঁকে এখনও ঝুঁকিমুক্ত ঘোষণা করতে পারছেন না। অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর নিশ্চিত করে বলা যাবে।

আসাদুজ্জামান আরও বলেন, শুক্রবার রাতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে বোর্ড তাঁর চিকিৎসা নিয়ে আলোচনা করবে।

 শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করলে নুরুল হকসহ অনেকে আহত হন।

গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরাই তাঁদের ওপর হামলা চালায়। অপরদিকে জাপার অভিযোগ, প্রথমে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের কর্মীরা।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর চড়াও হয়। এতে সভাপতি নুরুল হকসহ শতাধিক কর্মী আহত হন। ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ করলেও কিছু নেতা-কর্মী তা অমান্য করে সহিংসতা চালায়। তারা মশাল মিছিল করে ইটপাটকেল নিক্ষেপ এবং স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে।

আইএসপিআর জানায়, জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয় এবং এ সময় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।