শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

9031

national

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১২:৫৮

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২৩:০৭

জাতীয়

পাগলা মসজিদে মিলল ৩২ বস্তা টাকা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১২:৫৮

ছবি: সংগৃহিত।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা, বিপুল স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল সাতটা থেকে শুরু হওয়া গণনার কাজ এখনও চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

প্রতি চার মাস পর পর জেলা শহরের নরসুন্দা নদীতীরের এ মসজিদের দানসিন্দুক খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় দেশ-বিদেশের মুসল্লিরা এখানে টাকা, স্বর্ণালংকারসহ নানান জিনিসপত্র দান করে থাকেন।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল সিন্দুক খোলার পর রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদের উপস্থিতিতে এবার ১৩টি সিন্দুক খোলা হয়। সেখান থেকে পাওয়া ৩২ বস্তা টাকা মেঝেতে ঢেলে গণনা চলছে।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। ইতিমধ্যে ব্যাংকে ৯১ কোটি টাকার বেশি জমা হয়েছে। অনলাইনে দানকৃত আরও পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখা আছে। এসব টাকার লভ্যাংশ থেকে জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়।

সম্প্রতি পাগলা মসজিদের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এখন ঘরে বসেই অনলাইনে দান করা যাবে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, দানসিন্দুক খোলা থেকে শুরু করে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটি জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে দান করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়। এ কারণেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে নগদ অর্থ ছাড়াও স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগি পর্যন্ত দান করে থাকেন।