কাকরাইলে হামলা চালানো মেরুন কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১৪:০৯

ছবি: সংগৃহীত।
কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়, বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও শনিবার (৩১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
লাল টি-শার্ট পরা লোকটি নুরকে পেটায়নি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, ‘লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে, সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট।’
শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া অপর এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং - ৯৭১৭১৯৭২৪৩।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেধরক পিটুনীতে আহত হন দলের সভাপতি নূরসহ অনেক নেতাকর্মী।