শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

9039

national

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১৫:০৬

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২৩:১৩

জাতীয়

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক প্রতিনিধিদল

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১৫:০৬

ছবি: সংগৃহীত।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে মহাসমাবেশ চলছে। সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণসহ অন্যান্য দাবি আদায়ের জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক অংশগ্রহণ করেছেন। পুরো শহীদ মিনার চত্বর শিক্ষকের পদচারণায় ভরে গেছে।

সমাবেশ চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দিয়েছে। শিক্ষকেরা জানিয়েছেন, স্মারকলিপি দেওয়ার পর সরকারের অবস্থান দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

মহাসমাবেশে অংশ নিয়ে শিক্ষকের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান সরকার দাবি পূরণ না করলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে এই দাবি বাস্তবায়ন করবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সমাবেশে সংহতি জানাবেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া মহাসমাবেশে বলেন, শিক্ষকের দাবি পূরণ না হলে তিনি শিক্ষকদের পক্ষে আইনি লড়াই করে দাবি আদায় করবেন। এছাড়া সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদদীন মাসুদও বক্তব্য রাখেন।