শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

https://www.emjanews.com/

9068

national

প্রকাশিত

৩১ আগস্ট ২০২৫ ১১:১৭

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

জাতীয়

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ১১:১৭

ছবি: সংগৃহীত।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এই প্রেক্ষাপটে আজ রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকগুলো হবে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ ঘিরে সেনা ও পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের বৈঠকে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ বিকেল সাড়ে চারটায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ছয়টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ডেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আলোচনার জন্য আমন্ত্রণ পেয়েছেন, তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চান না।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবও বৈঠকে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

এদিকে, নুরুল হকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় পার্টির ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে, গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে।