তারেক-খালেদার মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত আবদুল্লাহ
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ১২:১৬
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের ওপর হামলা রাজনৈতিক কর্মীদের জন্য এক ধরনের সতর্কবার্তা।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
‘তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। নৃশংসভাবে পিঠ ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ারও যে পরিণতি হয়েছিল, সেটাই আমাদের জন্য অপেক্ষা করছে-যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্যই আমরা সংস্কারের কথা বলছি। এজন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। কিন্তু আমরা শুধু নির্বাচনের কথা বলি না; আমরা বিচার ও সংস্কারের কথাও বলি। পুলিশ যেন বিনা মামলায় কাউকে তুলে নিয়ে যেতে না পারে, পরিবারকে না জানিয়ে হেফাজতে না রাখে-এগুলো এখনও সমাধান হয়নি। শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারের নিশ্চয়তা চাই।’
রাজনৈতিক মনস্তত্ত্ব প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা দেখি কেউ কেউ বলে, ধানের শীষ না থাকলে নিজেরাই ব্যালট ছাপাব। আমি বলছি না এটা কোনো একক রাজনৈতিক দলের অবস্থান, কিন্তু এ ধরনের মানসিকতা অনেক দলের মধ্যেই আছে।’
বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে সাম্প্রতিক মনোমালিন্যের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহার পাঠিয়েছেন। এটা ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।’
বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।
