https://www.emjanews.com/

9072

national

প্রকাশিত

৩১ আগস্ট ২০২৫ ১২:৩১

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৫

জাতীয়

নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি করছে: ঢামেক পরিচালক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ১২:৩১

ছবি: সংগৃহীত।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আগের তুলনায় ভালো হলেও এখনও কিছু জটিলতা রয়েছে।

ঢামেক পরিচালক জানান, নুরের শরীরে চারটি গুরুতর সমস্যা ধরা পড়েছে- নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড়ে ভাঙন, চোখে গুরুতর আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তবে চিকিৎসার ফলে মাথার ভেতরের রক্তক্ষরণ ধীরে ধীরে কমছে।

তিনি আরও বলেন, সর্বশেষ সিটিস্ক্যান পরীক্ষার রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে। নুর এখনও কিছুটা ট্রমায় থাকলেও চিকিৎসকরা বলছেন তার অবস্থার উন্নতি হচ্ছে।

নুরের চিকিৎসা ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে এবং চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

 শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ আরও কয়েকজন নেতা-কর্মী। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।