ছবি: সংগৃহীত।
রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করবেন। বৈঠকগুলো হবে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী-র সঙ্গে বৈঠক হবে বিকাল সাড়ে চারটায়, এনসিপি-র সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং বিএনপি-র সঙ্গে রাত সাড়ে সাতটায়।
বিএনপি বিকাল তিনটায় বৈঠক করার পরিকল্পনা করেছিল। তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার কারণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সময় পরিবর্তনের অনুরোধ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন, তবে প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বৈঠক পুননির্ধারিত হয়েছে; এখন এটি সাড়ে সাতটায় হবে।’
এ অবস্থার পেছনে মূল কারণ শুক্রবার রাতের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, যার ফলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। এই ঘটনায় শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন বিকাল সাড়ে চারটায়। আমাদের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।’ প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণ অনুযায়ী, আমাদের বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আমরা সন্ধ্যা সাড়ে ছয়টায় উপস্থিত থাকবো।’
