https://www.emjanews.com/

9077

national

প্রকাশিত

৩১ আগস্ট ২০২৫ ১৪:৫৩

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৫

জাতীয়

পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে, কঠোর হলে সমালোচনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ১৪:৫৩

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। আবার কঠোর হলে সমালোচনা হচ্ছে।’

তিনি বলেন, ‘আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে যেত, তখনও সমালোচনা হতো।’ এ মন্তব্য তিনি শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও আগুন লাগানোর ঘটনায় সাংবাদিকদের বলেছেন।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কিছু কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল চায় আগামী নির্বাচনকে বানচাল করতে। এরই প্রেক্ষাপটে হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য সব চেষ্টা করছে।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে। বাকিটা নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর।’

গত এক বছরে ঢাকা ও আশপাশে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘১২৩টি সংগঠন মিলিয়ে এসব অবরোধ করেছে। এতে ঢাকা শহরে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। আন্দোলনকারীদের অনুরোধ, জনদূর্ভোগ এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ না করার।’

এছাড়া, ফ্যাসিস্ট সরকারের পতনের সময় রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে ফ্যাসিবাদ ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।’