https://www.emjanews.com/

9112

sports

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩০

আপডেট

০২ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৩

খেলাধুলা

 সিলেটে বিসিবির ২১তম বোর্ড সভা: আসতে পারে নানা সিদ্ধান্ত

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩০

ছবি: সংগৃহীত।

 সোমবার বেলা ২টায় সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম বোর্ড সভা।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গুঞ্জন চলছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে নির্বাচন না করে অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা করছে বিসিবি। তবে এরই মধ্যে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ নির্বাচন বানচালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

সভায় সভাপতির সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সরাসরি উপস্থিত আছেন, বাকিরা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। নির্বাচনের রোডম্যাপ, কমিশন গঠন ও তফসিল ঘোষণাসহ বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে সভায়।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসন্ন তিন আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি-কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিপিএলের সময়সূচি, প্লেয়ার ড্রাফটের তারিখ এবং নতুন ভেন্যু সংযোজনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।