https://www.emjanews.com/

9153

national

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯

আপডেট

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০

জাতীয়

ফজলুর রহমান সাহস দেখিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন

ফজলুর রহমানের সাহসিকতা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থানের জন্য প্রশংসা করেছেন দল থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯

ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের সাহসিকতা ও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থানের জন্য প্রশংসা করেছেন দল থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে রঞ্জন বলেন, ‘ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। তার অবস্থান দেখে আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে ইতিবাচক সাড়া আসতে পারে।’

রঞ্জন ফজলুর রহমানকে আঞ্চলিক রাজনীতির বাইরে এসে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘যদি ফজলুর রহমান সাহস দেখিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার ডাক দেন এবং এটিকে আঞ্চলিক রাজনীতির বাইরে নিয়ে আসেন, তবে এটিই তার মোক্ষম সময়।  গত তিন দিনে তিনি অনেক সমর্থন পেয়েছেন। এখন তার পদক্ষেপ দেখার সময়।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকি ছাড়া রাজনীতি হয় না। ফজলুর রহমান যে ঝুঁকিটি নিয়েছেন, তা সময়োপযোগী ছিল এবং তিনি এতে জয়ী হয়েছেন। আমি তার সাফল্য কামনা করি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানাই।’

রঞ্জন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাই। আমি এখন কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড ছাড়াই স্বাধীন। ফজলুর রহমান এগিয়ে এলে তাকে সাধুবাদ জানাব।’

উল্লেখ্য, ফজলুর রহমান ও আখতারুজ্জামান রঞ্জন দুজনই কিশোরগঞ্জের বাসিন্দা এবং পূর্বে সংসদে প্রতিনিধিত্ব করেছেন।