রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত বলে অভিযোগ
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২
ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রিট করা এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের। তিনি অভিযুক্ত শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
মঙ্গলবার বিকেলে মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে আবদুল কাদের বলেন, ‘আমরা জানি না, এ ধরনের মন্তব্য করার পরও কীভাবে তাঁর ছাত্রত্ব থাকে। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করি।’
কাদের আরও জানান, শিবির এখনো গুপ্তভাবে রাজনীতি করছে। প্রকাশ্য কমিটি না থাকলেও আলী হুসেনের ফেসবুক আইডিতে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদ দাবি করেন, অভিযুক্ত শিক্ষার্থী তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, ‘যাঁকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে, এটি মিথ্যা অপপ্রচার। আমরা নিজেরাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেছি, যাতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।’
এর আগে ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অন্য প্যানেলের এক প্রার্থী। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দিলেও পরে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ তুলে নেন।
এ সময় ফেসবুকে আলী হুসেন নামে এক শিক্ষার্থী রিটকারী ছাত্রীকে উদ্দেশ্য করে লিখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’ আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুন। তিনি বলেন, ‘হাসিনা পালানোর পর আমরা ভেবেছিলাম নারীদের জন্য সহনশীল ক্যাম্পাস পাব। কিন্তু আজও নারী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছে।’
সব ছাত্রসংগঠনের উদ্দেশে তিনি আহ্বান জানান, নারীকে যৌনভাবে নয়, রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে।
