শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

9185

national

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪

জাতীয়

আওয়ামী লীগের পতনে সালমান-আনিসুল-আরাফাতের রহস্যজনক ভূমিকা

আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

ছবি: সংগৃহীত।

শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া।

সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই আওয়ামী লীগের তিন প্রভাবশালী ব্যক্তি-সালমান এফ রহমান, আনিসুল হক ও মোহাম্মদ এ আরাফাতকে মার্কিন ‘ডিপ স্টেট’ প্রভাবিত করে সরকারের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করেছিল।

খবরে দাবি করা হয়, শিক্ষার্থীদের আন্দোলন দমন ব্যর্থ হওয়ার পেছনে তাদের রহস্যজনক ভূমিকা ছিল। এমনকি সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন, যা হাসিনা জানতেন না। অন্যদিকে আরাফাত পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালান।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে দুর্বল করার কৌশল নেয়। কোয়াডে যোগদান, প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি খাতের নিয়ন্ত্রণ এবং মিয়ানমার সীমান্ত সংকটসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ায়।

শেখ হাসিনা এসব বিষয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু ঘনিষ্ঠজনদের ভূমিকা যে ‘বিশ্বাসঘাতকতা’ হয়ে উঠছে, তা টের পাননি। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে চলে যান।

নর্থইস্ট নিউজের মতে, সরকারের ভেতরকার বিভক্তি, ভুল কৌশল ও আন্তর্জাতিক চাপই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ।