শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9185

national

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪

জাতীয়

আওয়ামী লীগের পতনে সালমান-আনিসুল-আরাফাতের রহস্যজনক ভূমিকা

আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

ছবি: সংগৃহীত।

শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন বিশ্লেষণ হাজির করেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ ইন্ডিয়া।

সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই আওয়ামী লীগের তিন প্রভাবশালী ব্যক্তি-সালমান এফ রহমান, আনিসুল হক ও মোহাম্মদ এ আরাফাতকে মার্কিন ‘ডিপ স্টেট’ প্রভাবিত করে সরকারের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করেছিল।

খবরে দাবি করা হয়, শিক্ষার্থীদের আন্দোলন দমন ব্যর্থ হওয়ার পেছনে তাদের রহস্যজনক ভূমিকা ছিল। এমনকি সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন, যা হাসিনা জানতেন না। অন্যদিকে আরাফাত পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালান।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে দুর্বল করার কৌশল নেয়। কোয়াডে যোগদান, প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি খাতের নিয়ন্ত্রণ এবং মিয়ানমার সীমান্ত সংকটসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ায়।

শেখ হাসিনা এসব বিষয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু ঘনিষ্ঠজনদের ভূমিকা যে ‘বিশ্বাসঘাতকতা’ হয়ে উঠছে, তা টের পাননি। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে চলে যান।

নর্থইস্ট নিউজের মতে, সরকারের ভেতরকার বিভক্তি, ভুল কৌশল ও আন্তর্জাতিক চাপই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ।