https://www.emjanews.com/

9220

national

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

জাতীয়

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ড ব্যবহারে কঠোর শর্ত

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর পোস্টার ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, তবে প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুটের বেশি হতে পারবে না।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিধিমালা অনুযায়ী, নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াড কপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা চালানোয় নিষেধাজ্ঞা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে।

আচরণ বিধিমালা লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করা হয়েছে। জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের বিধান যোগ করা হয়েছে, আর ছয় মাসের কারাদণ্ডের আগের নিয়ম বহাল রাখা হয়েছে।

জানা গেছে, আচরণ বিধিমালায় আগের অধিকাংশ ধারা অপরিবর্তিত রাখা হলেও এবার বেশ কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে।