https://www.emjanews.com/

9223

national

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪

জাতীয়

‘৯১ শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা রাবি ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার’

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হল ছাত্রদলের সহ-সভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে রাবি শাখা ছাত্রদল। পাশাপাশি তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ২ সেপ্টেম্বর থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে তার সাংগঠনিক পদ স্থগিত করে সত্যতা যাচাইয়ের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্তে প্রমাণিত হয়, জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ সময়ে এ আর মিলন খান তদন্ত কমিটির সঙ্গে যোগাযোগে সন্তোষজনক জবাব না দিয়ে ফোন বন্ধ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আর মিলনকে প্রাথমিক সদস্য পদসহ হল সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। এছাড়া শাখা ছাত্রদলের সব নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাবি ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে।

উল্লেখ্য, ৯১ জন শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে প্রবেশ না করায় হল প্রভোস্ট তলব করেছিলেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হলে নোটিশটি প্রত্যাহার করা হয়। এরপর এ আর মিলনের কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তুমুল সমালোচনা শুরু হয়।